বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০০৮

বাস্তব চিত্রনাট্য-১

প্রথম দৃশ্য:ফুটপাথে মানুষের চলাচল।
একজন পথশিশু...কাঁধে ছালা...বিষণ্ণ মুখ...হঠাৎ মুখে একটু হাসির ছোঁয়া...(জুম ইন)
দ্বিতীয় দৃশ্য:ফুটপাথের পাশে ঝালমুড়ী ওয়ালা।পথশিশু এগিয়ে এলো...ছেঁড়া জামার পকেট থেকে দুই টাকার একটি ময়লা নোট বের করলো...(ক্যামেরা ফলোইং পথশিশু)ঝালমুড়ী ওয়ালাকে টাকাটা দিলো...(ঝালমুড়ী ওয়ালার মুড়ী বানানোতে ক্যামেরা হোল্ড)(ক্যামেরা ফলোইং পথশিশু)পথশিশুর হাতে মুড়ীর ঠোংগা, মুখে হাসি...ফুটপাথে হাঁটা একজনের সাথে ধাক্কা...মুড়ীর ঠোংগার পড়ে যাওয়া...শিশুর মুখ থেকে হাসি মুছে যাওয়া...চোখের কোনে জলের আভাস...(হোল্ড অনটু শিশুর মুখ)(ক্যামেরা ফেড আউট)
_চিত্রনাট্য-১ এর সমাপ্তি_

২১ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৪৮
http://www.somewhereinblog.net/blog/0shuvoblog/28789850

:|

বেশ কিছুদিন পর আবার এলাম...
কেন জানিনা সব সয়ে গেছে...ম
সজিদে মারামারি,
চালের জন্য কাড়াকাড়ি,
নেতাদের স্টান্টবাজী,
নিজের যতো ভন্ডামী.......
আমরা সবাই শালা ধড়িবাজ
আমরা সব নীর্বী্য কাপুরূষ

১৩ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৪৩
http://www.somewhereinblog.net/blog/0shuvoblog/28787459

কেনো??

আমি কেনো?
আমরা কেনো?
স্বাধীনতা কেনো?
কোনো কেনোরই উত্তর পাইনা....
উত্তরের আশায় ঘুরি সবার কাছে....
আকাশ,
মেঘ,
ফুল,
পাখি,
জোছনা,
বৃষ্টি,
কেউ কি পারেনা উত্তর দিতে?
হতাশা গ্রাস করে চেতনাকে,
হৃদপিন্ড খামচে ধরে বেদনা,
বৃত্তবন্দী আশারা পালাবার পথ খুঁজে নেয়...
পথ খুঁজে নেয় অশ্লীল নেশার অদম্য আশ্রয়ে।

২৯ শে মার্চ, ২০০৮ সকাল ১০:৩৪
http://www.somewhereinblog.net/blog/0shuvoblog/28783388

কী??

কিছুদিন হলো কিছুই ভালোলাগছেনা।
কিছুই না!
যেতে হয় তাই অফিসে যাওয়া!
খেতে হয় তাই খাওয়া!
আচ্ছা ইচ্ছেরা মরে গেলে কী মানুষ বাচে??
ইচ্ছেরা সব ডানা ছেড়া প্রজাপতির মত ঠোকর খায়!
জড়িয়ে যায় অশ্লীল মাকড়সার জালে!
পেটমোটা মাকড়সাগুলো শুষে নেয়
ফুল,
প্রজাপতি,
রোদ,
মেঘ,
জোছনা
স ব,,,,
স অ ব,,,,,
স অ অ ব কিছু।

২৭ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৮
http://www.somewhereinblog.net/blog/0shuvoblog/28782987

মগ্ন চৈতন্যে দু:খবিলাস

সুখ গুলো সব হয় যে তরাস
বুকের মাঝে বাউল বাতাস
চৈত্র মাসের কাঠফাটা রোদ
দুরে কোথাও বাজছে সরোদ
নেতিয়ে পড়া মৌসুমি ফুল
কোথাও কিছু ছিলো কি ভুল?
কস্ট রং এ সাজলো আকাশ
এ আমার
মগ্ন চৈতন্যে দু:খবিলাস

২৪ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৪৩
http://www.somewhereinblog.net/blog/0shuvoblog/28782022