শুক্রবার, ২২ অক্টোবর, ২০১০

এলোমেলো পংক্তিমালা

টলমলে চোখ নিয়ে পরিযায়ী পাখির দল
উড়ে চলে মেঘের গা ঘেঁষে
ধবল পাখায় মুছে নেয় মেঘের শরীরে মাখা রক্ত ছাপ।

অতীত দুঃস্বপ্নেরা
হামাগুড়ি দিয়ে উঠে আসতে চায় জেগে ওঠা চরের বালিতে।

হেঁটে যায় ঘনঘোর কুয়াশা
হাতে নিয়ে আলেয়ার আগুন
চকচক করে চোখ ও ধারালো অস্ত্র।

ঘিনঘিনে অনুভুতি চামড়ার উপরে ও নীচে।

টুপটাপ ঝরে পড়ে সাতমাথা সাপের পান্নাস্পর্শী অশ্রু।