সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪

ছাপান্ন বিয়োগ আটচল্লিশ...

জানি
তুমি ভালো নেই।
যেকোনো পরিযায়ী পাখির মতই
উড়ে উড়ে যাচ্ছো পুরোনো দেশে
খুঁজে ফিরছো সুখের গন্ধ।

নিজে কি জানো?
যখন তুমি সুখের গন্ধ ছড়াও
তখনই তুমি সবচে বিষাদগ্রস্ত
সবচে নীল, তোমার নীলতম পোষাক ছাড়াও?

এখানে,
বিবিধ বাক্স ভরা বিষাদ নিয়ে
বসে থাকে অচেনা যুবক
পুরোনো ভুলগুলো ছুঁড়ে ফেলে
আবার ঝাঁপ দিতে প্রস্তুত
পথ বদলানো স্বচ্ছ নদীতে...