রবিবার, ৬ মার্চ, ২০১৬

আবারো তোমাকেই, শ্রীময়ী... (১)

প্রিয় শ্রীময়ী,

জানতে চাইবোনা কেমন আছো। জানি, হাসিমুখের আড়ালে।কান্না লুকিয়ে বেশ আছো এমন অভিনয় করে যাচ্ছো এখনও...

কখনো কাকতাড়ুয়া দেখেছো শ্রীময়ী? হাড়িপনা মুখে দেঁতোহাসি ঝুলিয়ে রেখেই দিগন্তে চোখ রাখে একাকী। কখনো নিজের ছায়া দেখে নিঃসঙ্গতা ভুলে থাকে, কখনো কালপেঁচা বা ফিঙের দ্বিধাবিভক্ত লেজ দেখে অনিশ্চয়তায় ভুগে...

শ্রীময়ী, যেদিন সব হিসেব-নিকেশ চুকিয়ে দিলে। ভেবেছিলাম সাময়িক উষ্মার মেঘ কেটে যাবে সহসাই। কালবোশেখি শেষে গোধূলি যেমন সাজে, তেমনই হয়ে উঠবে সমগ্র চরাচর...

আমি যেমন জানি, তুমিও তেমনি জানো শ্রীময়ী। আমাদের অহংবোধ অত্যন্ত চড়া সুরে বাঁধা। পৃথিবী ভেঙেচুড়ে গেলেও আমাদের কষ্ট কাউকে দেখাবার চাইতে মৃত্যুই বরং আলিঙ্গন করবো আমরা দুজনে, ভালবেসেই...

সর্বান্তকরণ দিয়ে চাই খুব ভালো থেকো তুমি। আমার মতো নিঃসঙ্গ কাকতাড়ুয়া না হয়ে বরং জোড়া শালিকের জীবন হোক তোমার...

ইতি,
তোমারই "কোনোসময়ের" আমি...