মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৩

নিজস্ব কৈফিয়ত

ঘোষিত কর্মসূচীর সাথে কোনো বিরোধ নেই। আমি আগের কর্মসূচীগুলোর মতো এটাও পালন করবো...

কিন্তু এরকম কর্মসূচী দিয়ে শাহবাগে জমা হওয়া হাজার হাজার মানুষের আবেগকে খেলো করে দেয়া হচ্ছে বলে মনে হয় না? যেখানে মানুষ গুলো দিনের পর দিন বসে আছে সুনির্দিষ্ট কোনো কর্মপন্থা জানতে সেখানে এই কাজগুলো করে ইউনিটি কতদিন ধরে রাখা সম্ভব? নিয়মিত এরকম কর্মসূচীর ফলে একসময় কি এই আন্দোলনের ফসল এরকম হবে, যে আমরা মৌন মিছিল করে শাহবাগ মোড় থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত যাবো। ফিরে এসে জাদুঘরের সামনে বসে কিছুক্ষণ গণসঙ্গীত গাইবো, তারপর যার যার বাসায়...

আমি নিজে অতটা প্রতিভাবান নই যে নতুন আইডিয়া দেবো। আমি পেছনের সারির মানুষ, সামনের সারি থেকে যেই স্লোগান দেয়া হবে সেইটাতেই গলা মেলাবো। আবার সেই স্লোগান যদি পছন্দ না হয়, আমার পাশের জনকে সেটা জানাবো, যাতে সেই অপছন্দের ইনফোটা একজন একজন করে ক্রমান্বয়ে সামনের সারিতে পৌছায়...
এইটুকুই পারি... সামনের সারিতে পৌছুবার পরেও যদি স্লোগান পরিবর্তন না হয়, তখন মিছিল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, আর নেক্সট বারে মিছিলে যোগ দেবো না...