শনিবার, ৮ নভেম্বর, ২০১৪

শ্রীময়ী, তোমাকে... [২]

প্রিয় শ্রীময়ী,

আজ আকাশের চাঁদটাকে দেখেছো শ্রীময়ী? ভালোবাসার জোছনায় কেমন জড়িয়ে নিয়েছে বোকা পৃথিবীটাকে। পৃথিবীটাতো জানেই চাঁদের শরীর মন জুড়ে সূর্যের ভালোবাসা। তারপরেও কেন জানি সেদিকেই চেয়ে থাকে অনিমেষ...

এইযে দেখো শ্রীময়ী, বোকা পৃথিবীর একটা কঠিন শহরের সাথে সাথে তুমিও ঘুমিয়ে পড়েছ। ধীরেধীরে। শান্ত। তারপরেও আমি জেগে থেকে অনুভব করছি তোমার ঘুমন্ত নিঃশ্বাস, চোখ বুজে দেখছি তোমার মায়াময় মুখ...

তুমিতো জানোই শ্রীময়ী, সেইযে দুজন বৃষ্টিতে ভিজেছিলাম প্রথম দিন। একসাথে। পাশাপাশি। সেদিন থেকেই আমার নিয়তি বাঁধা হয়ে গেছে তোমার সাথে। অবশ্য বাস্তবতা ভিন্ন গল্প লিখেছে, তোমার মতো আমিও জানি সেটা। কিংবা আদৌ কোনো গল্প লিখেছে কিনা সেটা নিয়েও দু'জনেই দ্বিধা-দ্বন্দ্বে...

মনেপড়ে শ্রীময়ী। সেই দুপুরে। নৌকায় আমরা কতটা কাছাকাছি এসেছিলাম। যদিও খানিকটা জোর করেই দু'জনে কাছাকাছি হয়েও দূরত্ব রেখেছিলাম নিজেদের ভেতর। কে জানে, উপসংহার ওখানেই লেখা হয়েছিলো নাকি কোনো ভুমিকা...

জানিনা শ্রীময়ী, বোকা পৃথিবীটার ভালোবাসায় দূরের চাঁদটা নেমে আসবে কিনা আমরা বেঁচে থাকতে থাকতে। তবে আজকে, চাঁদের ভালোবাসাটাকে আমরা অস্বীকার করি কিভাবে???

ভালো থেকো শ্রীময়ী, নক্ষত্রময় মহাশূন্যে নাহয় নাগরিক জঙ্গলের কোনখানে...

ইতি,
তোমারই আমি
____________________

প্রথম...