শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৪

তিন টুকরো...

*
শহরের রাস্তায় প্যারেডে ব্যস্ত ঘোরগ্রস্ত মেঘের দল...

*
মেঘের আড়াল নিয়ে চলে ফিরে বেড়াচ্ছে সবাই। আঁকছে শীতল ছবি, ফোনে কিংবা মনের ক্যানভাসে। যে যার নিজস্বঃতায় বুঁদ। এরিমধ্যে টুপটাপ সময় ঝরে যাচ্ছে ঘড়ি থেকে। হঠাৎ জানালা দিয়ে হুড়মুড় বাতাসের সাথে উড়ে এলো স্মৃতির ধুলো। কেউ হলো স্মৃতিকাতর আর কেউ অসহ্য নির্লিপ্ততায় ঝেড়ে ফেলে নিলো ধুলোর পরত...

*
একটা রোদেলা সকাল ছিলো জানালায়। কিছু জালিকাটা আলো ছিলো মেঝেতে ছড়ানো। কেন, কে জানে... আলোরা ছিটকে সরে গেলো বৃষ্টি বিষাদে। সারাদিন টিপটিপ, ঝিরঝির... বিকেলও বিষণ্ণ হলো ভেজা শরীর নিয়ে। সন্ধ্যা নামলো রঙীন ছাতা মাথায়। রাতের রাস্তা নদী হলো লাল-নীল-সবুজ-হলুদ আলোর প্রতিফলনে...