শনিবার, ৮ নভেম্বর, ২০০৮

বাস্তব চিত্রনাট্য-২

প্রথম দৃশ্য:সকাল...ছোট্ট একটি গলি...অফিসিয় ব্যাস্ততা...পাশে মাংসের দোকান...কসাই মাংস কাটায় ব্যস্ত...(কসাই এর হাতে ক্যমেরা জুম)দ্বিতীয় দৃশ্য:দুটা বাচ্চা কুকুর খেলছে...একটু দুরে তাদের মা...(ক্যামেরা অন বাচ্চা কুকুর)(ক্যামেরা মা কুকুরের দিকে ঘুরলো)মা কুকুরটা মাটি থেকে উঠে আড়মোড়া ভাঙ্গছে...তৃতীয় দৃশ্য:(আংশিক রাস্তা, মাংসের দোকান, কুকুর সব এক ফ্রেমে )মা টা কসাই এর দিকে এগিয়ে আসলো...একজন খরিদ্দার কসাইকে কিছু বললো...তারপর মা কুকুরটার দিকে লাথি ছুঁড়লো...মা একটু দুরে সরে গেলো...কসাই একটুকরো হাড় মা টার দিকে ছুঁড়ে দিলো...মা হাড় মুখে নিয়ে দোকান থেকে দুরে সরে যাচ্ছে...(ক্যামেরা ফলোইং মা কুকুর)হাড় টাকে বাচ্চাদের সামনে দিয়ে মা কুকুর টা আবার বসে পড়লো..._বাস্তব চিত্রনাট্য-২ এর সমাপ্তি_

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন