শনিবার, ৮ নভেম্বর, ২০০৮

হাতুড়ে কাব্য-১ (কষ্ট)

মন ভালো নেই
মন ভালো নেই
মন ভালো নেই আজ,
বুকের মাঝেস
কাল সাঁঝে
কষ্ট রঙীন সাজ,
সবাই বলে
কষ্ট নাকি
নীল বরণের হয়,
কিন্তু যখন
আকাশ কাঁদে
মেঘেরা নীল নয়,
কষ্ট তবে
ধুসর বরণ
হৃদয় আমার কয়,
হৃদয় আমার
নয়তো আমার
অন্য জনের হাতে,
হৃদয় ছাড়া জীবন আমার
কষ্ট বাড়ে তাতে,
হৃদয় নিয়ে
করছে খেলা
সেই সে নিঠুর মেয়ে,
আমি এখনচলছি একা
দুঃখের পালকি বয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন