মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০০৮

হাতুড়ে কাব্য-২ (অসামাজিক)

অশ্লীল রাতের পরিশ্রম শেষে
শ্লীলতার শয্যায় শায়িত
বেশ্যা............
প্রকাশ্য দিনের আলোতে
অপ্রকাশ্য তার মনের বেদনা।
উদয়াস্ত পরিশ্রম! তার জন্য অসাড়
বরং অস্তোদয় পরিশ্রম করে সে
কে দায়ী?
আমি?
তুমি?
না কি এই অসামাজিক সমাজ?
প্রশ্ন নিজের কাছেইকোনো উত্তর নেই।
পাবো কি উত্তর কোনো?
হয়তো না।
এভাবেই থেকে যাবে তারা
আমাদের মত বিকৃত কিছু মানুষের
বিকৃত লালসাবিকৃত ভোগ বিলাস
বিকৃত উপভোগের মাধ্যম হিসাবে।
এই আমিই,
এই তুমিই,
এই অসামাজিক সমাজই
ধর্মের ধুঁয়া তুলবো দিনে
আর রাতে রমনায় জিঙ্জাসা করবো
১০০ কেন ৫০ এ হয়না?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন