সোমবার, ১৫ ডিসেম্বর, ২০০৮

হাতুড়ে কাব্য-১৭ (বিক্ষিপ্ত ভাবনা)

ক্লেদাক্ত শরীর
অপবিত্র মন
স্বস্তির বারিধারা
মাটির সোঁদা গন্ধ
কিছুই ভালো লাগেনা।
ক্লেদাক্ত শরীর
অপবিত্র মন
পবিত্রতার সংজ্ঞা
জীবনের চাওয়া পাওয়া
সবই অসাড় মনে হয়।
ক্লেদাক্ত শরীর
অপবিত্র মন
আমার বেঁচে থাকা
আমার পথচলা
আমার ভালবাসা
আমার সব ঘৃণা
আমার পরাজয়
আমার যুদ্ধ করা
কোনকিছুর অর্থ পাইনা।
ক্লেদাক্ত শরীর
অপবিত্র মন
ক্লেদাক্ত শরীর
অপবিত্র মন
ক্লেদাক্ত শরীর
অপবিত্র মন..................

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন