রবিবার, ১৮ জানুয়ারী, ২০০৯

হাতুড়ে কাব্য-২২ (কর্পোরেট বিছিন্নতা)

সুরেলা কন্ঠে গেয়ে ওঠেদেয়ালের ছবি;কবি নেচে ওঠে বিমুর্ত ছন্দে;নর্তক নর্তকীরা হুইস্কীস্নাতপান্থশালায় জাবর কাটে;গাইয়ে রা ঘুমিয়ে পড়ে আস্তাবলের আশ্রয়ে;কিষাণের চোখে জাগে মার্সিডিজ জল;চুমুকেই পরিপূর্ণ হয় পানপাত্র।অতঃপর স্খলিত দেহেচড়ে বসা মানবী দেহে।ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকানো ওম্যান, নো ক্রাই....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন