সোমবার, ২৩ আগস্ট, ২০১০

শিরোনামহীন কথামালা

মাঝে মাঝে নিজেকে বড় অপাংক্তেয় লাগে।

কারো চোখে চোখ রেখে ছুঁয়ে দেখা আহ্বান;
চোখের আড়াল হলেই মিলিয়ে যায়,
পুড়িয়ে ফেলতে থাকা সিগারেটের ধোঁয়া।

ছায়াময় বাগানে; আলোছায়ার লুকোচুরি হারিয়ে যায় বৃষ্টিগর্ভা মেঘেদের পদভারে

হায় রোদ!

নিশিদিন তোমার অপেক্ষায় কেটে যায়
তুমি ভালোবেসে বাঁধো মেঘেদের সংসার;
জানোনা মেঘেরা শুধু চায় তোমার বর্ণিল দেহচ্ছটা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন