বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০১০

কোলাহলের নৈঃশব্দ্য-৩

রোদ ছায়া শাড়ি জড়িয়ে
দাঁড়িয়ে থাকে মাঝ দুপুরের দেয়াল,

চিলেকোঠা, জানালা চোখে
চকিতে দেখে নেয় মেঘ ভাসমান রাজপথ,

অনিবার্য রাতের প্রতীক্ষায়
শরীর শুঁষে, জীবন খেলে অবিরাম স্বর্ণলতা,

নীলাভ রাত
রোদ গলিয়ে ভরে নেয় চাঁদের পানপাত্র।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন