সোমবার, ১৬ আগস্ট, ২০১০

(বহুপঠিত জ্যামিতি, স্বাদান্ধ বালকেরা চলে যাবার পর )

ডিনার টেবিল ছেড়ে নয় জন স্বাদান্ধ বালক উঠে চলে গিয়েছে।

ধোঁয়া ওঠা বালিকাদের শারীরিক ত্রিকোনমিতির উচ্ছিষ্ট ছড়িয়ে রয়েছে বোন প্লেট, টেবিল ক্লথ,
ন্যাপকিন আর ফর্কের কারুকার্যময় জমিন জড়িয়ে।

কিছুক্ষণ আগেই যা ছিলো কমনীয় স্তনবৃন্তের সুষম গোলক
এখন তা পিরামিডাকৃতি ফর্কের দাঁতে বিন্দুচিত্র আঁকছে।

ন্যাপকিনের সমতলে দ্বিমাত্রিক অসম বহুভুজ হয়ে পড়ে রয়েছে চোখের মনি
যেখানে কেবল বেদনা ও আনন্দের ব্যাসার্ধ্য, সাইন ও কোসাইন কোনের সাংকেতিক আলোচনায় ভীতির ট্যানজেন্ট কোনে প্রকাশ পাচ্ছে।

বৃত্তাকার টেবিল ক্লথে উপবৃত্তাকার ও অধিবৃত্তাকার ভাঁজ গুলোর অনুসিদ্ধান্ত অনুসারে চেয়ারের কিউবিক পায়াগুলো পরস্পর ছেদ করেছে অসীম বিন্দুতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন