কাঠপেন্সিলের শীষ গুলো সারাক্ষণ তীক্ষ্ণ হতে থাকে শার্পনারের চুমুতে
লাল, হলুদ, কালো রঙ এর কাঠের চামড়া জমা হতে থাকে,
নির্জন মনস্তত্ত্বে
সুক্ষ্ম থেকে সুক্ষ্মতর হতে থাকে গ্রাফাইটের কেন্দ্র।
গাঢ় থেকে গাঢ়তর হয় ছায়া, অন্ধকারের রাজত্ব
নগ্ন কনকোরা কাগজের অমসৃণ সমতলে ছড়িয়ে পড়ে রাজ্যের আঁকিবুকি...
লেখা হয় অনিঃশেষ অপারগতার সংলাপ;
পৌনঃপুনিক শরীরী আকর্ষণে ফিরে ফিরে আসা মনের কার্নিশে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন