সোমবার, ১৬ আগস্ট, ২০১০

(P.O.S কাউন্টারে)

স্যার, আমরা কিন্তু এই স্পেশাল এডিশনের জন্য কার্ড এক্সেপ্ট করবোনা।
সে সরাসরি শেষ লাইন টেনে দিলো।


অমুক লো ফ্যাট দুধের প্যাকেটের পাশেই রয়েছে
তমুক দেশের তৈরী দামী পাম অয়েল
ক্যানড বীনের র‌্যাকে মনে হয় ভুলে রাখা হয়েছে
স্মোকড্ টুনা আর স্যামন,
হতেও পারে এটা ইচ্ছাকৃত ভুল।

নিচের র‌্যাকে দেখা যাচ্ছে কিছু সবুজ আভা।
ওহো ওটাতো পতাকা নয়, এক্সপায়ার্ড ডেটের ফেসওয়াশ।

বাঁয়ের র‌্যাকে, ঝাড়া, বাছা, প্যাকেটজাত চাল
তার কিছুটা ঐপাশে দু'দিনের টাটকা সব্জি।
ফিশ সেকশনের এ্যকুরিয়ামে
ছাল ওঠা মাগুর ঘুরে বেড়াচ্ছে সদর্পে।
মুখে কিছু রোচে না,
তাই মাগুরটাই চলুক,
হোকনা ছাল ওঠা।
শেষ পর্যন্ত ফ্রোজেন আইটেমের মাঝে
বিশেষ ভাবে তৈরী পতাকাটা পাওয়া গেলো।

আমি একটা সাধারণ পতাকা কিনবো ভেবে ঢুকেছিলাম সুপারস্টোরে।



________________________________________
P.O.S- Point Of Sales
এখানে বিল করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন