তাহলে আজকে বন্ধ থাকুক আমাদের সেল ফোন গুলো
অশ্লীল সুরে বেজে ওঠা রিং টোনের শব্দ;
সার্বক্ষণিক অভিনয় শিল্প, বিশ্রাম নিক নির্ভয়;
ছুটে আসা ক্ষুদে বার্তা গুলো, পথ হারিয়ে ঘুরে বেড়াক এদিক-ওদিক।
আমরা তবে আজ চাঁদের সাথে কথা বলব চিৎকার করে
ছুটে যাবো ঘাসের শরীর মাড়িয়ে
খোলা হাওয়ায় উড়িয়ে দেবো ওড়না কিংবা টি-শার্টগুলোকে
কাশের মোলায়েম স্পর্শ নেবো নগ্ন বুকে
ধুয়ে ফেলবো সকল কালিগোলা চিন্তার পুঁথি-পত্র
ছিন্নভিন্ন করে ফেলবো সব সামাজিক বাঁধন
হাসবো অনর্গল।
প্রতিদিনের রঙ মাখা মুখোশের আড়ালে ঝরে পড়া হাসি কান্না
একদিনের জন্যে হলেও তুলে রাখব আলমারির গোপনতম ড্রয়ারে
আমরা আবার ফিরে যাবো সেই অনাবিল সময়ের কোলে
আবার রঙ মেখে মুখোশ জড়ানোর প্রাণশক্তির জোগাড়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন