মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০১০

আয়নাতে নেমে আসা রাত

চোখ ভরা বিষণ্ণ এলকোহল।

জোনাকীর ডানা ছুঁয়ে আসে উৎসব বৃত্তান্ত।

ফলশ্রুতিতে;

গৃহীনি চিবুকের অনুলোম জুড়ে রঙ্গীন তুষার জমে,
কাঁধ খসা আগ্রহী শাড়ির আঁচলে মুখ লুকিয়ে
ঘৃণিত বেড়ালের আনাগোনা চলে অবিরাম।

মসৃণ উরু বেয়ে উঠে আসতে থাকে নিয়নের আলো
কামতপ্ত মেক-আপ বক্সের শীৎকার,
ছড়িয়ে পড়ে তাপানুকুল ঘরে
আর, ড্রেসিং টেবিলের ফুলেল অরণ্যে।

আলোর পথচলা থেমে যায় একে একে।

আদিগন্ত আয়না জুড়ে নেমে আসে রাত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন