মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০১০

(কাদামাটিতে লেখা হয় গান)

রোদ পুকুরে ঘাঁই দেয় ছায়ামাছ, খোঁজে জোছনার ডিম।

রাত বিছানায় বাৎসায়ন অভিনয়, সূর্য্য ও চাঁদের
শৃঙার নিসৃত শঙ্খবায়ু
আর
মৃত বৃক্ষের যোনীতে ঘর বাঁধা
শুকরের হাড়,
সুর তোলে বাঁশিতে
প্রলম্বিত কোমল গান্ধার।

গানগুলো লেখা হয় কাদামাটিতে, সাপের চলন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন