মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০১০

(বিছিন্নপংক্তিমালা-১)

বাইরে বসে ভেতরের ডাক শুনতে পাওয়া সম্ভব কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।

কেউ কি আসলে নিজে থেকে আসে কিংবা যায়?
বাসে-ট্রেনে-পায়ে হেঁটে...
আদৌ কোথাও যাওয়া যায়?
মন পড়ে থাকে আটপৌড়ে ঘরের কোনায়,
পাহাড়-সাগর-বন কোথাও গিয়েই আসলে যাওয়া হয়ে ওঠে না।

চোখের কালো গভীরতায় যে অসুখের বসবাস
তা কখনোই ভেসে ওঠেনা কনজাংকটিভাইটিস আক্রান্ত সন্ধ্যাকাশে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন