মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০১০

(লোভের বসবাস যেখানে)

ওখানে লোভ বসে আছে

ঝাঁ চকচকে ফ্লাটের মেটালিক ডোরনব পেঁচিয়ে আছে লোভের সুতানালী সাপ
গোড়ালী দেবে যাওয়া কার্পেটের বুননে বুননে তার বিষদাঁতের ছোঁয়া
ডাইনিং টেবল এ রাখা সার সার খাবার পাত্রে তার সুক্ষ্ম শরীর ডুবে আছে
মেহগনি কিংবা সেগুনের ওয়ার্ডরোবের কারুকার্য থেকে ঝলকে ওঠে দংশনের আলো।

ওখানে লোভ বসে আছে

লোভের ময়াল সাপ আস্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে ড্রেনের পাশের বস্তিটা
বাঁশের বেড়ার ফাঁক ফোকড় দিয়ে ঢুকছে তার বিষ নিঃশ্বাস
কাদা মাখা পায়ের পরতে পরতে ছোবলের দাগ দেখা যায়
দৈনন্দিন গালাগালি কিংবা মারামারি ক্রমশ টেনে নিয়ে যায় ভিতরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন