মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০১০

(ক্ষয়ে যাওয়া চাঁদ কিংবা দুপুরেরা)

হাত পেতে ঘুরে ফিরি ভিখিরীর মতো,
ধরে নেবো দু'ফোঁটা রোদ, মাঝ দুপুরের আলস্য মাখা,
শহুরে দরজা-জানালার কোনায় কোনায়;
ধরতে পারিনা কোনো মতেই, উল্লাসে নেচে গেয়ে
রবিরেখা বেয়ে নেমে যায় রোদের ফোঁটারা।

ভাগ্য আর আয়ু রেখার করিডরে গজিয়ে ওঠে ভোরবাহিত শ্যাওলার দল
স্বপ্নের ধুলোখেলা, এলোচুলের আবিষ্ট বিদ্যুতে।

সরল কিংবা বক্র সমাধান লিখে দেবে হীরার নাকছাবি।


আকাশ এবং শহরের চাঁদেরা, এখন লীন হতে চায় জোয়ারেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন