মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০১১

অনার্দ্র পঞ্চস্বর

এই পথে,
পড়ে থাকে হলদে আভা মাখা মায়াময় সকাল
নাগরিক ব্যস্ত পায়ে দলিত।

এই পায়ে,
জড়িয়ে থাকা বেদনার ধুসর মেঘ
ধুয়ে যায় প্রাত্যহিক অবহেলার অঞ্জলিতে।

এই হাতে,
ছায়া ছায়া ছাপ আঁকা আলোর দেয়াল
সহস্র চূর্ণ হয়ে যায় মিথ্যে শ্লোগানে।

এই কণ্ঠে,
সারাটা রাতের অন্ধকার ঘুমিয়ে পড়ে একসময়
জেগে থাকে অনার্দ্র পঞ্চস্বর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন