মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৩

শূন্যে ছুঁড়ে দেয়া কয়েনের দিকে তাকিয়ে

সেপ্টেম্বর ২৯, ২০১১ - ১:১৯ পূর্বাহ্ন 

ব্যাকস্টেজেঃ
প্রৌঢ় দড়াবাজ দাঁড়িয়ে।
জীবনের শেষ দড়াবাজির খেলা দেখাবে বলে
রং মেখে লুকানো, ভাঁজ পড়া চেহারায়
মঞ্চ ফাঁকি দিয়ে আসা টুকরো আলোরা আলতো ছুঁয়ে যাচ্ছে,
বুঝিবা সান্তনার হাতে।
মঞ্চেঃ
চড়া তালে বেজে চলেছে বাজনা
উদ্দাম ড্রাম বিটের সাথে ছন্দ মিলিয়ে এগিয়ে আসছেন প্রেজেন্টার
তার চকচকে জুতোয় পিছলে যাচ্ছে স্পট লাইট
ধাঁধিয়ে দিচ্ছে চোখ, দর্শকদের।
ভরাট গলায় ঘোষিত হচ্ছে খেলা এবং খেলোয়াড়ের নাম।
বাইরেঃ
কুয়াশার মৃদু গন্ধ মাখা রাতের চাদরে
থিতিয়ে আসা ধুলোরা জমছে ধীরে
একঝাঁক রাতজাগা পাখি
নড়েচড়ে বসছে দূরবর্তী গাছের ডালে
নৈশব্দ এবং কোলাহল হাতধরে চলছে এসফল্টের রাস্তা জুড়ে।
আবার ব্যাকস্টেজেঃ
দড়াবাজের কাঁপা হাত খুঁজে নিয়েছে
জীবনের প্রথম রোজগারের কয়েনটাকে, যেটা
বুড়ো আঙ্গুল আর তর্জনীর মিলিত প্রয়াসে উড়ে গিয়েছে শূন্যে।
হেডস মানে মৃত্যু। টেলস মানে জীবন।
প্রৌঢ় দড়াবাজ অনন্ত প্রতীক্ষায়
শূন্যে ছুঁড়ে দেয়া কয়েনের দিকে তাকিয়ে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন