সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৩

আত্মমগ্ন কথামালা (নৈর্ব্যক্তিক সময়ের শব্দ)

ফেব্রুয়ারী ২০, ২০১০ - ১:৪৬ অপরাহ্ন

কয়েকটা টেলিফোন বেজে উঠেছিল কোথাও
আর, রাতজাগা ঘুমেদের আস্ফালনে চাপা পড়ছিলো
বিবিধ আগুনের তাপ
ত্রিধাবিভক্ত জিহ্বা নিয়ে উল্লসিত সাধুগোত্র
অন্যের রক্তে পানপাত্র ভরে নিচ্ছে অবিরাম
পাথর চোখের কার্নিশে ঘর বাঁধা প্রজাপতি, তোমরা উড়ে চলে যাও
এখানে স্বপ্নের বলি দেয়া হবে কিছুক্ষণ পর
বেজে উঠবে বিকলাঙ্গ নর্তকীর কাঁচের চুড়ি
হাড়ের গভীরে হেঁটে যাওয়া ঘুন পোকা, তুমি কেঁদে উঠোনা
এখনি প্রস্তুত করা হবে রাজকীয় সিংহাসন
অভিষেক হবে ক্লীব জনকের যৌনাচার
কর্মীরা ফিরে চলে গেছে মেঠোপথ অসমাপ্ত রেখে
দায়ভার একা অবিরাম সময়ের ।
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
______________________________________________________________
কবিতায় পাদটিকা দেবার অর্থ কবিতাকে নগ্ন করে ফেলা...
তবে অনেকেরই অভিযোগ আমার কবিতা নাকি দুর্বোধ্য Sad
যার জন্য বাধ্য হয়ে পাদটিকা দিচ্ছি Sad Sad Sad
এটা একটা রাজনৈতিক/বর্তমান নষ্ট সময়ের নির্দেশক
কবিতা...
কারো কোনো কিছু জানার থাকলে প্রশ্ন হিসেবে রেখেন আমি যথাসাধ্য চেষ্টা করব আমার এই কবিতাটাকে নগ্ন করে দেবার Sad

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন