টুপটাপ ঝরে পড়া রোদের ফোঁটাগুলো একেএকে জমা হয় গ্লাসের কানায় কানায়
এখানে ছেলেরা ঘণহয়েবসে নিষিদ্ধ আকর্ষণের মহরতে
অলৌকিক দরজার উত্তর প্রান্ত ঘেঁষে কামবালকদের কলোচ্ছল আলাপন
মিস্টি মৃত্তিকা স্বাদে
কষ্টকল্পিত রাত
চাঁদের ছিদ্র দিয়ে চলে যায় সকালের খুব কাছাকাছি
তোমরা ও আমরা একত্রে শুই কিংবা জেগে থাকি
আর আমাদের চোখ নিসৃতঃ সমুদ্রমন্থনের গরল
ভাসিয়ে নিয়ে যায়
মেঘদল
বৃক্ষশাবক
ও হিমগ্ন দেয়াল
...
গতকাল, কিছু গলিত লাশের জিহ্বায় জেগে উঠবে গোধুলী
এমনই লিখা ছিলো দেয়ালিকার সকল পাতায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন