দাগ মুছে ফেলি, খাতা কিংবা মন থেকে। হাতপাসারাশরীর ধুয়েফেলি সুগন্ধি সাবানের ফেনায়। শাওয়ারের জলধারা নীপবনে পৌঁছে না। জীবাণুমুক্ততার আশ্বাস নিয়ে ফিরে ফিরে আসে রমণব্যাধি। শারীরিক উষ্ণায়নে গলেনা মনপৃথিবীর উত্তরমেরু নির্ভর হিমবাহ। কথা... অনেক কিছুরই সমার্থ নিয়ে তৈরী হয়। তুমি এসে বসো পাশে।
___________________________________________
একটু অস্থিরতানির্ভর এক্সপেরিমেন্ট। শুরু থেকেও পড়তে পারেন, শেষ থেকেও শুরু করতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন