মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০১০

***

*
পুকুর আর নদীর সামঞ্জস্য পাওয়া সম্ভব কেবল তখনই, যখন নিমজ্জমান স্মৃতি ফিরে ফিরে আসে জলভরা চোখে। দু' ভুরুর মাঝে যে ফাঁকা যায়গাটা সেখানে জমা হয় বয়সের উল্লম্ব আর আনুভমিক চিত্রকলা। প্রচন্ড দুপুর রোদে যে অলীক নিয়মে বাতাসেরা কেঁপে কেঁপে উঠে যায় পিচগলা রাস্তার মায়া ছেড়ে, সেই একই নিয়ম মেনে চলে জরাগ্রস্ত শরীর।

**
টোনা যে কেবল টুনির সঙ্গ কামনা করে সেরকমটা ভাবা ঠিক না। এক টোনা আরেক টোনার প্রেমময় সঙ্গও কামনা করে অগ্রন্থিত অতীত থেকেই। শুধুমাত্র সঠিক প্রচারণার অভাবেই টোনা-টোনা সম্পর্ককে ভাবা হয় আধুনিকতার বাইপ্রডাক্ট।

***
আঁকাবাঁকা পথের শেষে সবাই আশা করে বেশ আয়েশ টায়েশ করে বিশ্রাম নেয়া যাবে। জলভরা গ্লাস হাতে অপেক্ষায় থাকবে স্নিগ্ধ ঠোঁটের কোন নারী। আঁচলের আলতো ছোঁয়ায় মুছে দেবে সকল ক্লান্তিছাপ। আমি একা থাকতে ভালোবাসি, আঁকাবাঁকা পথের শেষে নতুন আরো পথ খুজে বেড়াই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন