রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১০

অশিরোনাম পংক্তিমালা

*
জোছনার জল বেঁধে দেয় গরাদহীন গন্ডী
ভেতরে বসে কেউ একজন
স্মৃতি এঁকে চলে ধোঁয়ার মেঘে।

**
তোমাকে দেখতে চেয়েছিলাম,
একান্ত ভাবে
নিবিড় করে।
উচ্ছল হেসে,
রেখে গেলে তীব্র ব্যাথাজাগানিয়া রাত।

***
তৃষিত ছিলে আশৈশব।
মধ্যাহ্নে, সুপেয় জল হাতে দাঁড়িয়েছিলাম।
সন্ধ্যা এলো,
নেশাতুর পায়ে এগিয়ে গেলে গভীর রাতের পানে।
জল, মধ্যাহ্ন, ছায়া...
ভুলে যাওয়া আসলে খুবই সহজ।