সোমবার, ৪ অক্টোবর, ২০১০

ক্রমশঃ

তরল।
হৃদয়ের দ্রুতগতি।
দু'কানের পাশ দিয়ে ফুরফুরে হাওয়া।

আগুন।
ফুসফুসে কালো অবক্ষেপ।
হৃদয়ের দ্রুততর গতি।

আলো।
চোখের মনির ধীর লয়।
দু'কানের ক্রমশঃ পাখা হয়ে ওঠা।

মেঘ।
ফুসফুসে গারবেজ ডাম্পইয়ার্ড।
শরীরের কাশফুলে রুপান্তর।

সমুদ্র।
জামা জুড়ে নোনতা স্বাদ।
ধীরলয়ের চোখে জমা বৃষ্টি।


একটা নোনা শরীরের ক্রমশঃ কাশফুল হয়ে ওঠা পেগাসাসের পাখায় ভর দিয়ে।
অতঃপর।
ভাসমান কাশফুল পার হয়ে যায় সকল বাঁধা।