আজ আকাশ ছিলো ঘণ নীল
তোমার বিষাদ যন্ত্রণায়
আজ সময় কেটেছে ক্ষুরধার
তোমার কন্ঠের প্রতীক্ষায়
আজ হৃদয় জল থই থই
তোমায় দেখার আকাঙ্খায়
আজ চাঁদ ঘেরা মেঘ গাঢ়তম
তোমার গড়া অচেনা বলয়
তোমার বিষাদ যন্ত্রণায়
আজ সময় কেটেছে ক্ষুরধার
তোমার কন্ঠের প্রতীক্ষায়
আজ হৃদয় জল থই থই
তোমায় দেখার আকাঙ্খায়
আজ চাঁদ ঘেরা মেঘ গাঢ়তম
তোমার গড়া অচেনা বলয়