রবিবার, ১৯ মে, ২০১৩

স্ক্রিবলস- ১৬৫১৩ এবং ১৯৫১৩


পাখি উড়ে গেলে; পাতারা বিষণ্ণ হয়ে যায়
জোনাকীর মত। মেঘের দেয়ালে আঁকে জলের জানালা।
স্মৃতিভ্রষ্ট রাতের আকাশে আকাশে ফোটে লক্ষ কোটি অপরাজিতার নীল...


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

গহীন রাতের বুকে শহর জেগে ওঠে,
বেদনার সবটুকু নীল নিয়ে জেগে থাকে কিছু
জানালার কাঁচ।
অচেনা বাগানে ভাসা কামীনীর ঘ্রাণে,
দুধাশাদা বুকে, 
হামাগুড়ি দিয়ে আসে শঙ্খচুড় সাপ...