ধারালো স্কালপেল সম্মোহনী আকর্ষণে ডাকে...
"এসো,
ক'ফোঁটা রক্তের স্বাদ নিই
ঝলমলে ইস্পাত ঠোঁটে।"
ঘোরগ্রস্ত হাতে চলে নিষিদ্ধ ইস্পাত
রক্তের আঁশটে ঘ্রাণে মাতোয়ারা বাতাস
সময় জমাট বেঁধে আসে
ধূলিকণা আর আলোকরশ্মীও উৎসুক।
হঠাত!
নেমে আসে প্রতিজ্ঞার দেবদূতেরা
ভেঙে যায় ইস্পাত ঘোর...