আমার এই আত্মমগ্ন কথামালা গুলারে কি দিনলিপি কমু, নাকি হঠাৎ কইরা জাইগা উঠা মনের অবস্থা গুলা শেয়ারের সিস্টেম কমু জানিনা। তয়, এইটারে আমি মনের কথা বলার যায়গা হিসাবে ভাবতেই স্বাচ্ছন্দ্য বোধ করি।
আগামী কাল আমার জন্মবার্ষিকী। বুড়া হইয়া যাইতেসি, কিংবা আরো ম্যচিউরড হইতেসি। বয়স তো অনেক হইলো, কিন্তু অস্থিরতা কমলো না। একা একা বইসা ব্লগ লেখি। একাকীত্ব আগে উপভোগ করতাম, ইদানীং বিরক্ত হইয়া যাইতেসি।
আজকে, খুব খুব কইরা মদ খাইতে ইচ্ছা করতেসিলো। হাটের কেউই আজকে রাজি হইলোনা। কি আর করা, একা একাই চইলা গেলাম পিককে। কালকে যেহেতু জন্মদিন আর একটু বিষণ্ণ সেলিব্রেশন মুডে আছিলাম, তাই ইউজ্যুয়াল ভদকা না নিয়া হুইস্কি নিলাম। মাত্র তিনটাতেই লিমিটেড থাকলাম। আরেকটা খাইতে ইচ্ছা করতেছিলো খুব, কিন্তু নেই নাই। নিজের উপরে কন্ট্রোল আছে দেইখা ভালোই লাগলো। তবে একটা জিনিস বুঝলাম, আমারে যেটুকু ধরে সেটুকুর জন্যে আসলে ভদকাই দরকার।
ফেরার পথে ঝুমার সাথে খুব কথা বলতে ইচ্ছা করছিলো। কলও দিলাম দু'বার। রিসিভ করে নাই। সো... আমিতো নিজেরে চিনি।
এইমাত্র মাতৃদেবীর কাছ থেকে একটা শার্ট পেলাম। জন্মদিনের গিফট।
যাই হোক, বিষণ্ণ দিনলিপি বন্ধ করি আজকের মতো।
আগামী কাল আমার জন্মবার্ষিকী। বুড়া হইয়া যাইতেসি, কিংবা আরো ম্যচিউরড হইতেসি। বয়স তো অনেক হইলো, কিন্তু অস্থিরতা কমলো না। একা একা বইসা ব্লগ লেখি। একাকীত্ব আগে উপভোগ করতাম, ইদানীং বিরক্ত হইয়া যাইতেসি।
আজকে, খুব খুব কইরা মদ খাইতে ইচ্ছা করতেসিলো। হাটের কেউই আজকে রাজি হইলোনা। কি আর করা, একা একাই চইলা গেলাম পিককে। কালকে যেহেতু জন্মদিন আর একটু বিষণ্ণ সেলিব্রেশন মুডে আছিলাম, তাই ইউজ্যুয়াল ভদকা না নিয়া হুইস্কি নিলাম। মাত্র তিনটাতেই লিমিটেড থাকলাম। আরেকটা খাইতে ইচ্ছা করতেছিলো খুব, কিন্তু নেই নাই। নিজের উপরে কন্ট্রোল আছে দেইখা ভালোই লাগলো। তবে একটা জিনিস বুঝলাম, আমারে যেটুকু ধরে সেটুকুর জন্যে আসলে ভদকাই দরকার।
ফেরার পথে ঝুমার সাথে খুব কথা বলতে ইচ্ছা করছিলো। কলও দিলাম দু'বার। রিসিভ করে নাই। সো... আমিতো নিজেরে চিনি।
এইমাত্র মাতৃদেবীর কাছ থেকে একটা শার্ট পেলাম। জন্মদিনের গিফট।
যাই হোক, বিষণ্ণ দিনলিপি বন্ধ করি আজকের মতো।