অবশিষ্ট সবুজ কাকাতুয়াটা পুড়ে গেছে বসন্তের বাতাসে।
গভীর রাতে পাশাপাশি বসে থাকার সময় শেষ হয়েছে।
অস্থির সময়ের রঙ, রূপ নিয়েছে জলের তলানিতে।
সুখের গান শোনবার অধিকার নেই সেখানে।
কান্নাগুলো কেবল ছিলো মুঠোফোন সংকেত।
সেগুলোও, মুহুর্তের অসাবধানতায়, হারিয়ে যায় মহাকালে...
গভীর রাতে পাশাপাশি বসে থাকার সময় শেষ হয়েছে।
অস্থির সময়ের রঙ, রূপ নিয়েছে জলের তলানিতে।
সুখের গান শোনবার অধিকার নেই সেখানে।
কান্নাগুলো কেবল ছিলো মুঠোফোন সংকেত।
সেগুলোও, মুহুর্তের অসাবধানতায়, হারিয়ে যায় মহাকালে...