আমার আনন্দরা মূলত উদ্বাস্তু।
কখনও পাশে এসে বসলে
কেন জানি ভেবে নিতে ইচ্ছে হয়,
একটা ছোট্ট ঠিকানা হয়েছে তার
চার দেয়ালে ঘেরা। নীলচে শেডের আলোতে
ঝলমলে মুখ দেখে উচ্ছল হয়ে ওঠে চোখ,
ঝুনুঝুনু নুপুর বেজে ওঠে বাতাসে, তরঙ্গে,
দেয়ালগুলো সেজে ওঠে উৎসবের রঙে।
ঝলমল...
ঝুনুঝুনু...
রঙীন...
বিশ্রাম শেষে, চকিত পাখির ডানায়
আনন্দরা যখন উড়ে যায়,
মনে পড়ে যায় সেই সত্যটা...
আমার আনন্দরা মূলত উদ্বাস্তু...
কখনও পাশে এসে বসলে
কেন জানি ভেবে নিতে ইচ্ছে হয়,
একটা ছোট্ট ঠিকানা হয়েছে তার
চার দেয়ালে ঘেরা। নীলচে শেডের আলোতে
ঝলমলে মুখ দেখে উচ্ছল হয়ে ওঠে চোখ,
ঝুনুঝুনু নুপুর বেজে ওঠে বাতাসে, তরঙ্গে,
দেয়ালগুলো সেজে ওঠে উৎসবের রঙে।
ঝলমল...
ঝুনুঝুনু...
রঙীন...
বিশ্রাম শেষে, চকিত পাখির ডানায়
আনন্দরা যখন উড়ে যায়,
মনে পড়ে যায় সেই সত্যটা...
আমার আনন্দরা মূলত উদ্বাস্তু...