রবিবার, ১৭ অক্টোবর, ২০১০

ঈশ্বরের পোর্ট্রেট বিষয়ক ভাবনা

প্রসঙ্গতঃ
হৃদপিন্ড ছিঁড়ে নেয়া হবে কিছু পাখির
এবং উৎসর্গ করা হবে শস্যমূলে

সরীসৃপ গোত্রের কিছু প্রাণী
সুশৃংখল মিছিল নিয়ে হেঁটে যাবে
মনের অলি-গলিতে

মাছেদের কৌমার্য দলিত হবে
সামুদ্রিক কচ্ছপের কামোন্মাদনায়

তারপর, ঈশ্বরের পোর্ট্রেট আঁকা হবে চাঁদের ঘরে বসে।