টুকরো কাগজে
লিখছো সহজে
ফেলে আসা প্রিয় ফুল
শুনতে চেয়েছি
দুঃখ নিয়েছি
কিছুই ছিলোনা ভুল
বোঝোনা আমাকে
এই পথ বাঁকে
ফুটেছে নতুন জারুল
রয়েছি তাকিয়ে
দু'চোখ শুকিয়ে
ছুঁতে চেয়ে ওই চুল
বিকেল ফুরায়
গোধুলি আকাশে
ব্যস্ত পাখির দল
ফিরে আসে ঘরে
রোদ ওম ছেড়ে
শেষ করে কোলাহল
লিখছো সহজে
ফেলে আসা প্রিয় ফুল
শুনতে চেয়েছি
দুঃখ নিয়েছি
কিছুই ছিলোনা ভুল
বোঝোনা আমাকে
এই পথ বাঁকে
ফুটেছে নতুন জারুল
রয়েছি তাকিয়ে
দু'চোখ শুকিয়ে
ছুঁতে চেয়ে ওই চুল
বিকেল ফুরায়
গোধুলি আকাশে
ব্যস্ত পাখির দল
ফিরে আসে ঘরে
রোদ ওম ছেড়ে
শেষ করে কোলাহল