বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৩

আত্মমগ্ন কথামালা-২১

*
অনেক কিছু লিখতে ইচ্ছা করে সারাটাক্ষণ ধরে। বসি, লেখা হয়ে ওঠেনা, এমনকি ফেসবুকেও...

**
তারে নিয়া ভাবতে চাইনা; অন্তত কনশাসলি। কিন্তু চইলা আসে ভাবনা গুলা, হুড়মুড় কইরা। তারে বেশ সুন্দর কইরাই পড়তে পারি। ফেরার পর থেকে কেনজানি অস্থির। আজকে জিগাইলাম। এড়াইয়া গেলো। আমিও এজিউজুয়্যাল, জোর করলাম না। তয় ধারণা করতেসি কিছু হইসে আবার। দেখি কবে কখন বলার সাহস কইরা ওঠে...

***