বৃহস্পতিবার, ৯ মে, ২০১৩

স্ক্রিবলস- ৯৫১৩

আমাদের মেঘলা সকাল আর বৃষ্টিভেজা দুপুর গুলোর ছবি
আঁকা থাকুক রাজপথে, রিকশার চাকায় চাকায়।
 

আমাদের ঘুম ঘুম ঠোঁট আর চকিত চুমুর ঘ্রাণ
উড়ে যাক মেঘদলের খেয়ালী চলার পথে।
 

আমাদের কাঁপা কাঁপা আঙুলের স্পর্শ আর স্মৃতির খড়কুটো
পুড়ে যাক কালবোশেখীর উদ্দাম বজ্রপাতে।
 

বেঁচে থাক শুধু সময় আর সময়ের গান
অসময়ের খেয়ালী ধারাপাতে...