শুন্যতা ভালোবাসো?
একাকীত্ব?
বসে থাকতে চাও, গহীন জঙ্গলের মাঝে?
সুর্যোদয়ের সময় সাগরতীরে?
নিঃশ্বাস ফেলতে চাও, সব ভুলে?
পাহাড়ী ঝরনায় স্নান?
দেখতে চাও ধূধূ মাঠের হৃদয়, জোছনা ভরা মাঝরাতে?
মেঘেদের আনাগোনা নীল আকাশের বুকে?
একাকীত্ব আর শুন্যতা ছাড়া সব দেবো তোমায়
সব।
শুধু আইসিস হয়ে ওঠো আমার বিস্মৃত শহরে...