প্রিয় শ্রীময়ী,
ভুলে যাওনি জানি। বৃষ্টিগুলো বাঁধনছাড়া হয়। হাজার হাজার বছর ধরে। আমরা বসে থাকি পাশাপাশি। সেখানে গান লেখে পাহাড়ে জন্ম নেয়া মেঘ। মরাল গ্রীবার রাজহাঁসগুলো এলোমেলো তাকায়...
মনে আছে তোমার? ছন্নছাড়া মেঘগুলো জমেছিলো তোমার চোখের কোল ঘেঁষে? একা বসে ছিলে। অভিমানহত...
তারও আগে, নিকষ রাতের আঁধার চিরে নেমে এসেছিলো একফালি আলো। কিভাবে যেনো বুঝে গিয়েছিলে; পথ দেখাবার নয়, এই আলো কেড়ে নেবার জন্যই এসেছে। তীরের ফলার মত...
বিকেলের সোনা রোদ ছিলোনা সেদিন। আদিগন্ত জলের মাঝে দু'জন দাঁড়িয়ে ছিলাম। তোমার মন জুড়ে আতঙ্ক ছিলো। তোমার মন জুড়ে ছিলো পতনের সমূহ শঙ্কা। দুরকমেরই...
আসলেই কি তুমি পড়েছো? জানিনা। তবে এমন জানি, বিশাল এক গহ্বরের আহ্বানে আমি ঝাঁপ দিয়েছি কিছু না জেনেই। হয়তো তুমিও পা হড়কেছো কিছুটা। জানিনা। আমি কিছুই জানিনা।
ওখানে এখন কত রাত শ্রীময়ী? এখানে কেবল ভোর হলো। সূর্যদেব জাগলেন ঘুম থেকে। ব্যাস্ত বাতাস পড়িমড়ি ছুটেছে সময়ের অমোঘ চাবুকের শব্দে...
ঘুমে কিংবা জাগরণে, ভালো থেকো শ্রীময়ী। এখানে আমি অপেক্ষা করি দু'জনের সময়ের তরঙ্গ মেপে...
ইতি,
তোমারই আমি...
_________
দ্বিতীয়...