একটুকরো সময় কিনতে ছুটে গিয়েছিলাম টিকেটঘরে।
ওয়ালেট ঝেড়েমুছে, সবটা আশা হাতে নিয়ে,
দারোয়ান আটকে দিয়েছিলো
খাঁচামোড়া টিকিটবাবুর কাছে পৌছুবার আগেই,
শত কাকুতি মিনতিতেও মন গলেনি তার।
ওয়ালেট ঝেড়েমুছে, সবটা আশা হাতে নিয়ে,
দারোয়ান আটকে দিয়েছিলো
খাঁচামোড়া টিকিটবাবুর কাছে পৌছুবার আগেই,
শত কাকুতি মিনতিতেও মন গলেনি তার।