বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০১৪

পুনঃশ্চ, শ্রীময়ী... [২]

প্রিয় শ্রীময়ী,

যখন পা পিছলালে, আমার চরাচর শূন্য হয়ে গিয়েছিলো। যদিও ওখানে পানি ছিলো যৎসামান্যই, তবুও...

তোমার হৃদস্পন্দন অনুভব করেছি বহুবার, কিন্তু শুনেছি প্রথম বারের মত। আমার সারাটা অনুভূতি জুড়ে থাকবে দ্রুতলয়ে ছুটে চলা রক্তের গান...

যখন কুয়াশারা পথ খুঁজছিল শহুরে গোধুলিতে। উত্তুরে বাতাসের ফিসফিসানি মেখে তুমি শীতার্ত হচ্ছিলে। চেয়েছিলাম ওম দিতে, জড়িয়ে দিতে তোমায়। তোমারই শীতবস্ত্রে। তোমার ঘুমন্ত নিষ্পাপ মুখ চেয়ে আর জাগিয়ে তুলতে পারিনি...

আজও স্মৃতিমেঘ হানা দিলো তোমার আকাশে। একরাশ কালো রঙ ছড়িয়ে রইলো সারাক্ষণ...

শেষ বেলার রিনিঝিনি হাসিটার সমাপ্তি হ'লো জলে। আসলে, তুমি আমি আর জলের এক দারুণ বোঝাপড়া হয়তো হয়ে গেছে এতদিনে...

মনকে বেঁধে রেখোনা শ্রীময়ী, সে শোধ নেবে শরীরকে কষ্ট দিয়েই। আজ, এখন যেমন নিচ্ছে...


ইতি,
তোমারই আমি...