বুধবার, ১০ ডিসেম্বর, ২০১৪

শ্রীময়ী, তোমাকে... [১১]

প্রিয় শ্রীময়ী,

গোলাপের লাল, স্মৃতিতে রক্তক্ষরণ বয়ে আনে তোমার। শত হাজার মুহুর্তেরা সাঁই সাঁই ছুটে যায় নিউরন থেকে নিউরনে...

ওখানে যেতে চেয়েছিলাম তোমার সাথে, কোনো এক কুয়াশা ঘেরা ভোরে। চারদিকে নৈঃশব্দের কোলাহলে পূর্ণ থাকবে। মাঝেমাঝে পাখিদের কিচিরমিচির। আমরা বসে থাকবো কুয়াশায় শরীর ভিজিয়ে, আর দূরের সর্ষে ক্ষেতে দেখবো কিভাবে রোদ হাসি ছড়িয়ে দেয় ধীরে ধীরে...

দুপুরের সবটুকুই মায়াময় উদাসীনতায় ভরা ছিলো কাল। দু'পাশে সারি সারি লেপা মাটির ঘর রেখে হেঁটেছিলাম দু'জনে, উদ্দেশ্যহীন। তুমি ছিলে বরাবরের মতই আদুরে উচ্ছাসে উচ্ছসিত...

হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম সেই বুড়ো বটগাছটার কাছে। ঝোড়ো বাতাসে পাতা যেমন কাঁপে, তেমনই কাঁপছিলে তুমি। বোকা মেয়ে, এত ভয় পেতে হয় নাকি। আমিতো আছিই তোমার পাশে...

ভুলবো ভুলবো করেও তোমার ফেলে আসা পথের ছায়া নেচে ওঠে তোমার চোখের সামনে...

তোমাকে স্পর্শ করতে আমি খুব সতর্ক থাকি সবসময়। যদি আঘাত পাও, শরীর কিংবা মনে...

ক্লান্ত হয়েছিলে অনেক। ঘুমরাজ্যে হারিয়েছিলে তাই, আর পবিত্রতা ছড়িয়ে পড়েছিলো তোমার সবটুকু জুড়ে...

সময় অনেক কিছুই ভুলিয়ে দেয়, আবার মনে করিয়ে দেয় না চাইতেও । সবকিছু নিয়েই বাঁচতে হবে। তোমায়, আমায়...

ভালোবেসো শ্রীময়ী, অতীতের ছায়ায় বর্তমানের ভালোবাসাকে ভয় কোরোনা...

ইতি,
তোমারই আমি...