অপেক্ষার পথগুলো বিভ্রান্ত কুয়াশাময়...
এলোমেলো নর্দান হাওয়া
গাল রেখে নাগরিক জানালায়
খুঁজে ফেরে রাতের আশ্রয়...
দিনমান বয়ে চলা দ্বিধা
আর বিবিধ স্মৃতির দোলাচলে থাকা
দেয়ালবন্দী চোখের জমিনে ক্লান্তি...
গাঢ় হয়ে এলে গ্রাফাইট রাত
নিষ্পাপ ঘুম জমে বিবিধ নৈশব্দের আবডালে...
এলোমেলো নর্দান হাওয়া
গাল রেখে নাগরিক জানালায়
খুঁজে ফেরে রাতের আশ্রয়...
দিনমান বয়ে চলা দ্বিধা
আর বিবিধ স্মৃতির দোলাচলে থাকা
দেয়ালবন্দী চোখের জমিনে ক্লান্তি...
গাঢ় হয়ে এলে গ্রাফাইট রাত
নিষ্পাপ ঘুম জমে বিবিধ নৈশব্দের আবডালে...