মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩

ন'টা সতেরোর বাসে

একটা ভীড় ভীড়  সকাল ছড়িয়ে ছিলো সারাটা বাস জুড়ে।

দেরী হয়ে যাচ্ছে বলে হালকা খিটিমিটি, 
দু' টাকার পত্রিকায় পাতা ওল্টানোর খসখস,
পায়ে পাড়া পড়ায় বিরক্তি,
সবকিছুই ছিলো ঠিকঠাক, 
অন্য দিনের মতোই।
 
আলতোভাবে চোখে লেগে থাকা ঘুমের গন্ধটাও যাবো যাবো করছিলো।
 
তুমি নেমে গেলে বাস থেকে,
একটানে সবটা সকাল কেড়ে নিয়ে ভীড় থেকে 
ন'টা সতেরোর বাসে
অকাল দুপুর ছুটে এলো হুড়মুড়,
হঠাৎই বড় বেশী রোবটিক সবকিছু।

এক স্টপেজ পরেই নামতে হবে প্রতিদিনের অফিস

শুধু ন'টা সতেরোর বাস, 
একটা সকালকে আলাদা করে দিলো অনেকগুলো বছর থেকে...