স্টেশনে বসে থাকি অপেক্ষায়
রেলের উপর, কৃষ্ণপক্ষের চাঁদ ডাকে সঙ্গী হতে
পথভুলে উড়ে আসা পাতাটাও বাড়িয়ে দেয় হাত
দোলাচলে দুলি, অশান্ত হাওয়ার ছোবলে কাশফুল যেমন...
___
তুমি শুয়ে থাকো,
চারদেয়াল ঘেরা নাগরিক বন্দীশালায়
কৃত্রিম চাঁদ দেয় সারাক্ষণ আলো
শুকনো পাতা দিয়ে সাজাও ল্যাম্পশেড
নিয়ন্ত্রিত বাতাস মৃদু দোলা দেয় তোমার চুলে...
রেলের উপর, কৃষ্ণপক্ষের চাঁদ ডাকে সঙ্গী হতে
পথভুলে উড়ে আসা পাতাটাও বাড়িয়ে দেয় হাত
দোলাচলে দুলি, অশান্ত হাওয়ার ছোবলে কাশফুল যেমন...
___
তুমি শুয়ে থাকো,
চারদেয়াল ঘেরা নাগরিক বন্দীশালায়
কৃত্রিম চাঁদ দেয় সারাক্ষণ আলো
শুকনো পাতা দিয়ে সাজাও ল্যাম্পশেড
নিয়ন্ত্রিত বাতাস মৃদু দোলা দেয় তোমার চুলে...