আজকে মনটা অনেক ভাল ছিলো প্রায় সারাটা দিন ধরেই। বাচ্চু রাজাকারের ফাঁসির রায় শুনে আনন্দে নেচে উঠেছিলাম অফিসে বসেই। কিন্তু বিকেলে... তার কথা শুনে মন মেজাজ খারাপ হয়ে গেলো। কালকে সে পান করেছে। অনেক বেশী। তার জন্যে, সেই ৬ তারিখের পর থেকে আমি নিজেই পান করিনি। ঢাকায় ফেরার পর থেকে এখনো সে পান করে নাই বলে আমিও চুপচাপ আছি। গ্রেস কিনে স্টিক বানিয়ে বসে আছি, একসাথে বসে টানবো বলে। পিকনিকে গেলোনা অসুস্থ বলে। মেনে নিলাম। ছবির হাটেও আসে না নানান অজুহাতে, সেটাও মেনে নিলাম। কিন্তু অসুস্থ অবস্থায়, এন্টিবায়োটিক খাওয়া অবস্থায় পান করলো বলে আমার মন খারাপ হয়ে গেলো। আবার স্টাবর্নের মতো বলতেসে- কিছু হয় না, আমি দেখেছি। আমার মন খারাপের একটা কারণ হ'লো সে মদ খেয়েছে আমাকে ছাড়াই। দ্বিতীয় কারণ হ'লো এতদিন ধরে সেলফ কন্ট্রোল করলো, আর কয়েকটা দিন করলে কি হ'তো?
আসল কথা হইলো আমি ক্রাশ খাইসি। তাইই এরকম আচরণ...
আসল কথা হইলো আমি ক্রাশ খাইসি। তাইই এরকম আচরণ...